বর্ধমান পৌর উৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন করলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার মহাশয় সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস। বুধবার বিকেল চারটেয় অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান এ বছর বর্ধমান পৌর উৎসবের ট্যাগলাইন প্রাণের গান প্রাণের মান বন্দেমাতারাম।২০শে ডিসেম্বর বর্ধমান শাখারী পুকুর উৎসব ময়দানে দুপুর তিনটেই বর্ধমান পৌর উৎসবের শুভ সূচনা হবে।পৌর উৎসবের শুভ উদ্বোধন করবেন সাংসদ সৌগত রায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত