রানিনগর ২: বামনাবাদ বিচপাড়া গ্রামে ৩০হাজার টাকা চাইতে গিয়ে ধারালো হাসোয়ার কোপে আহত ১
আজ রাতে মুর্শিদাবাদ জেলার রাণীগর থানা এলাকার বামনাবাদ বিচপাড়া গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে ধারালো হাসু আর কোপে আহত এক ব্যক্তি। জানা গেছে বেশ কয়েক মাস আগে একটি গবাদি পশু বিক্রি করেছিলেন আহত হাসিবুল শেখ গ্রামেরই এক যুবক রাজিবের কাছে আর সেই টাকা চাইতে গেলে প্রায় দিন শুরু হয় ঝামেলা, ঠিক আজকেও চাইতে গিয়ে বচায় জড়িয়ে পড়েন, পাওনাদার হাসিবুল শেখ ও রাজিব আর সেই পথসা চরমে পৌঁছতেই, ধারালো হাসু আর কোপ মারেন রাজিব হাসিবুল শেখ কে ঘটনাস্থলে গুরুতর আহত হয় পাওন