রায়গঞ্জ: আন্ডার ১৭ জাতীয় দলে খেলে বাড়ি ফেরা প্রিতীকা বর্মন কে নিয়ে রায়গঞ্জে শোভাযাত্রা করলো ফুটবল প্রেমীরা
আন্ডার ১৭ জাতীয় দলে খেলে বাড়ি ফেরা প্রিতীকা বর্মন কে নিয়ে রায়গঞ্জে শোভাযাত্রা করলো ফুটবল প্রেমীরা। রবিবার সন্ধ্যায় এই শোভাযাত্রায় থাকা রায়গঞ্জের অন্যতম ফুটবল প্রেমী তথা হাতিয়া হাইস্কুলের প্রেসিডেন্ট অরিজিৎ ঘোষ বলেন, প্রিতীকাকে অভ্যর্থনা জানাতে স্কুলের প্রাক্তন ও বর্তমান ফুটবল প্লেয়াররা এসেছে। ও জাতীয় দলে সুযোগ পাওয়ার মধ্যে দিয়ে রায়গঞ্জের ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মকে আশার আলো দেখিয়েছে, উৎসাহ দিয়েছে।