রতুয়া ১: নদী ভাঙ্গনের ভয়ংকর ছবি পশ্চিম রতনপুর জুড়ে, নিমেষের মধ্যে বাড়িঘর গাছপালার সবকিছুই তলিয়ে যাচ্ছে গঙ্গায়
Ratua 1, Maldah | Sep 21, 2025 অত্যন্ত তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে রতুয়ার পশ্চিম রতনপুর জুড়ে। বিগত দিনের ভাঙ্গনে গ্রামের এক প্রান্ত আগেই তলিয়ে গেছিল। এবারে ভাঙ্গনে আরেক প্রান্ত গ্রামের নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর ভাবে নদী ভাঙ্গন হচ্ছে এবং নদী ভাঙ্গনে বাড়িঘর গাছপালা সবকিছুই মুহূর্তের মধ্যে তলিয়ে যাচ্ছে। গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বহু পরিবার ইতিমধ্যেই বাড়িঘর ভেঙে ফেলেছিলেন তাদের বাড়িঘরের অবশিষ্ট অংশটুকু তলিয়ে যাচ্ছে। তীব্র আতঙ্ক পরিস্থিতি।