ঝাড়গ্রাম: সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও হোস্টেল ফি কমানোর দাবিতে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ
অত্যাধিক সেমিস্টার ভিত্তিক ভর্তির ফি এবং হোস্টেল ফি এর কারণে জঙ্গলমহলের মত প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই আভিযোগ তুলে ভর্তির ফি এবং হোস্টেল ফি কমানোর দাবিকে সামনে রেখে সোমবার দুপুরে জিতুশোলে অবস্থিত সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।আদিবাসী সমাজের ছাত্র সংগঠন ভারত জাগাত সাঁওতাল পাঠুয়া গাঁওতার নেতৃত্বে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে।