আইপ্যাকের এর অফিসে ইডির হানা,প্রতিবাদে নামলো তৃণমূল কংগ্রেস।শুক্রবার বিকেল পাঁচটা থেকে বারি হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয় এবং জড়গড়িয়া গ্রাম হয়ে মিছিল আবার পুনরায় হাসপাতাল মোড়ে শেষ হয়।শেষে পথসভা করা হয়। উপস্থিত ছিলেন বারি জাগদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মাহাতো,পুরুলিয়া জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন সহ দলীয় কর্মীরা।