বহরমপুর: ৬৫ বছরের রবীন্দ্রনাথ বাবু,শান্তির বার্তায় সাইকেলে চেপে ভারত ভ্রমণ,যাত্রা শুরুহলো আজ বহরমপুরে
৬৫ বছর বয়সী রবীন্দ্রনাথ সাহা শান্তির বার্তা নিয়ে,বহরমপুর শহর থেকে যাত্রা শুরু করলেন ভারত ভ্রমণের উদ্দেশ্যে। বর্তমান সমাজে যেভাবে হানাহানি খুনোখুনি চলছে জাতি ধর্মের জন্য লড়াই চলছে ধীরে ধীকে , সেসব ভুলে সকলকে শান্তির বার্তা দিতে তিনি আজ বহরমপুর থেকে সাইকেলে চেপে ভারত ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলেন।