মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের ঐতিহ্যবাহী তারাপীঠে তারা মায়ের দর্শন ও পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগমনকে ঘিরে তারাপীঠ মন্দির চত্বরে সৃষ্টি হয় জনসমুদ্র। তাঁকে এক নজর দেখার জন্য বীরভূম সহ পার্শ্ববর্তী একাধিক জেলা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান।