ধর্মনগর: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই ৭টি মুদি দোকান ঘটনা কদমতলা কুর্তি বিধানসভার পিয়ারিছড়া বাজারে
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই ৭টি মুদি দোকান ঘটনা কদমতলা কুর্তি বিধানসভার পিয়ারিছড়া বাজারে। খবর পেয়ে প্রেমতলা দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষনে সাতটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সরকারের তরফে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দাবি জানান।