বালুরঘাট: অলনাইন বেটিং অ্যাপ বন্ধ ও জেলার মামলার তদন্তের ভার ইডির হাতে দিতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ সুকান্ত মজুমদার
অনলাইন বেটিং অ্যাপ কান্ডে এক শিক্ষককে গ্রেপ্তার করে প্রায় ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার টাকা। এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি ইডির হস্তক্ষেপ দাবি করেছেন। শুধু তাই নয় অবৈধ অনলাইন বেটিং অ্যাপ বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে চিঠি দেবেন। পালটা কটাক্ষ করেছে তৃণমূল। মঙ্গলবার দুপুরে সুকান্ত মজুমদার বলেন, অনলাইন বেটিং বহু মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। এই অ্যাপ বন্ধ হওয়া দরকার।