বিশালগড়: ধারালো দা দেখিয়ে নগদ টাকা স্বর্ণের চেইন এবং মোবাইল ছিনতাই,ঘটনা কোনাবন রাধানগর
প্রকাশ্য দিনের বেলা ধারালো দা দেখিয়ে নগদ টাকা স্বর্ণের চেইন এবং মোবাইল ছিনতাই ।কোনাবন রাধানগর এলাকার অঞ্জন দাস, বাবার নাম মৃত হীরালাল দাস তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে কমলাসাগরের দিক থেকে মধুপুরের উদ্দেশ্যে বাইক চেপে আসছিল। দেবীপুর নতুন কলোনি এলাকায় আসতেই তিন যুবক প্রকাশ্য দিনের বেলা হাতে বৃহৎ আকারের দা নিয়ে রাস্তার মধ্যে অঞ্জন দাস এবং তার পরিবারকে আটক করে।