রামপুরহাট ২: অপহৃত নাবালিকাকে মুম্বাই থেকে উদ্ধার করলো মাড়গ্রাম থানার পুলিশ
রামপুরহাট ২ নম্বর ব্লকের একটি গ্রাম থেকে অপহৃত হয় এক নাবালিকা।অপহৃত নাবালিকাকে মুম্বাই থেকে উদ্ধার করল মাড়গ্রাম থানা পুলিশ পাশাপাশি ঘটনায় মারগ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করা হয় সোমবার তাকে রামপুরহাট মহাকুম আদালতে পাঠানো হয়। ঘটনায় মারগ্রাম থানা পুলিশের উপর বড় আস্থা।