হাড়োয়া: নওসাদ সিদ্দিকীর সভার আগে উত্তেজনা গোবেড়িয়া'য়,ISF দলের পতাকা লাগাতে বাধা,কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নওসাদ সিদ্দিকীর সভার আগে হাড়োয়ায় উত্তেজনা।আই এস এফের পতাকা লাগাতে বাধা,আই এস কর্মীদের মারধরের অভিযোগ, অভিযোগের তীর তৃণমূলের দিকে, ঘটনায় উত্তেজনা। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাস্থলে পুলিশ। বুধবার বিকেলে হাড়োয়া ব্লকের আমরাডেঙ্গী এলাকায় আই এস এফ দলের পথ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক নওসাদ সিদ্দিকী,সেই জন্য হাড়োয়া -গোপালপু রোডের ধারে আই এস এফ দলের পতাকা টাঙাচ্ছিলেন দলের কর্মীরা, এদিন দুপুর একটা নাগাদ গোবেড়িয়া এলাকায় তৃণমূলের