ক্যানিং ১: ক্যানিং বারুইপুর রোডের বেলেগাছিতে দুর্ঘটনায় গুরুতর জখম দুই বাইক আরোহী
মোটর বাইক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই যুবক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিং বারুইপুর রোডের বেলেগাছি মোড়ের কাছে। আহত যুবকরা হলেন খয়রুল শেখ ও মুস্তাফা গাজী। খয়রুল ও মোস্তফা বাড়ি থেকে বেরিয়ে বারুইপুরের দিকে যাচ্ছিলেন বাইকে চেপে, সেই সময় ক্যানিং বারুইপুর রোডের বেলেগাছি মোড়ের কাছে একটি ইঞ্জিন ভ্যানের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত দুই যুবককে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।