ইংরেজবাজার: কথিত আছে শ্রীকৃষ্ণ এই খেলার সূচনা করেছিলেন! সাহাপুর ঘোষপাড়া এলাকায় অনুষ্ঠিত হলো গাই পাহর প্রতিযোগিতা
কেউ বলে গাই পাহর, আবার কেউ বলে গরু নিয়ে শূকর ধরা।এ এক প্রাচীন প্রতিযোগিতা। কথিত আছে বৃন্দাবনে এই খেলার সূচনা করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকে প্রাচীন সেই পরম্পরা মেনে আজও কয়েকশো বছর ধরে হয়ে আসছে এই খেলা। কালি পুজোর পর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় মাতলেন মালদহের যাদব সম্প্রদায়ের মানুষেরা। পূর্ব পুরুষদের রীতি মেনে প্রথমে গরু মহিষের পুজো করা হয়। তারপর অশুভ শক্তির বিনাস ঘটাতে গরু দিয়ে একটি শূকর বধ হয়। বুধবার মালদহের