কালচিনি: হাসিমারা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার
হাসিমারা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার. ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারা এলাকায়। বুধবার সন্ধ্যায় হাসিমারা এলাকায় এক স্কুটি এক মহিলাকে সজোরে ধাক্কা দেয় এই ঘটনায় মহিলা মারাত্মক ভাবে জখম হয় তাকে এলাকার বাসিন্দারা উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এদিন রাত আটটা নাগাদ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করেছে কালচিনি পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে।