কালীগঞ্জ: রেল আধিকারিকদের সঙ্গে পলাশী মীরা হাজরা পোতা রেলগেট পরি দর্শন করলেন বিধায়িকা আলীফা আহমেদ
Kaliganj, Nadia | Sep 18, 2025 কালীগঞ্জের পলাশীতে পলাশী মীরা হাজরা পোতা রেল গেট পরি দর্শন করলেন বিধায়িকা আলীফা আহমেদ। দীর্ঘদিন ধরে এই রেলগেটে আন্ডার পাশ হওয়ার কথা চলছে। বৃহস্পতিবার রেলের আধিকারিকদের সঙ্গে এই রেলগেট পরিদর্শন করলেন বিধায়িকা। বিভিন্ন দিক খতিয়ে দেখে যাতে এই রেলগেটে আন্ডারপাস দ্রুত সম্পন্ন হয় সে বিষয়ে রেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। এই রেলগেটে আন্ডার পাস হলে এলাকার মানুষের অনেকটাই সুবিধা হবে, তবে কাজ কবে সম্পন্ন হবে সে বিষয়ে সময়ই বলবে।