খড়গপুর ১: SIR আতঙ্কে মৃত্যু খড়গপুর ২ নাম্বার ব্লকের কালিয়াড়ায়, পাশে থাকার আশ্বাস তৃণমূলের
খড়গপুর-২ ব্লকের পিংলা বিধানসভার অন্তর্গত ৫/১ কালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের ২৫ নম্বর বুথে SIR নিয়ে আতঙ্কে মৃত্যু হলো ৪১ বছরের বাবলু হেমরমের। মৃতের পরিবারের দাবি, ২০২৫ সালের তালিকায় নাম থাকলেও ২০০২ সালের তালিকায় বাবলু ও তাঁর পরিবারের কারও নাম না থাকায় আতঙ্কে ভুগছিলেন বাবলু। চার ছোট সন্তানকে নিয়ে এলাকা ছাড়তে হবে—এমনই মানসিক চাপে স্ট্রোক হয় বলে দাবি স্থানীয়দের।