কালনা ২: কালনার বৈদ্যপুরে CPI(ML)লিবারেশনের জেলা সম্মেলন, জেলা সম্পাদক পুনর্নির্বাচিত সলিল দত্ত, SIR বাতিলের দাবি
কালনা বৈদ্যপুরের রাধারাণী হলে সোমবার অনুষ্ঠিত হলো CPIML লিবারেশনের ১৫তম পূর্ব বর্ধমান জেলা সম্মেলন। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ এই সম্মেলনে মূল দাবিগুলি হিসেবে উত্থাপিত হয়— ফ্যাসিবাদকে প্রতিহত করা, SIR বাতিল করা, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাম আন্দোলনকে শক্তিশালী করা। সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, রাজ্য কমিটির সদস্য সজল পাল, সলিল দত্ত ও আনসারুল আমান মণ্ডল। আলোচনার পর গঠিত হয় ১৬ সদস্যের জেলা কমিটি।