কোচবিহার ২: রাজ্য নেতৃত্বের নির্দেশেই রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে বলা হয়েছে, কোচবিহারে বললেন TMC সহ-সভাপতি
সম্প্রতি কোচবিহার জেলার কয়েকটি পৌরসভার সাথে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কেও পদত্যাগ করার চিঠি পাঠান তৃণমূলের জেলা সভাপতি। আর এর পরেই রবীন্দ্রনাথ ঘোষ সাফ জানিয়ে দেন রাজ্য নেতৃত্ব না বললে তিনি পদত্যাগ করবেন না। আজ রবিপন্থিদের নিয়ে একটি বৈঠক হয় কোচবিহারে। এবং তারা জানান মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে চিঠি করবেন। এ প্রসঙ্গেই তৃণমূলের জেলা সহ-সভাপতি কি জানিয়েছেন শুনবো