কৈলাশহর: কৈলাসহর পাইতরবাজার এলাকায় স্কুটি দুর্ঘটনায় মৃত্যু ঘটে প্রাক্তন ত্রিপুরা পুলিশের এক কর্মীর
মৃত ব্যক্তির নাম কানন দেবনাথ। একটি ইলেকট্রিক অটো গাড়ি এসে, উনাকে সজুড়ে ধাক্কা মারে, উনাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় উনার মৃত্যু ঘটে।