দিনহাটা ১: দিনহাটার বিভিন্ন ড্রপ গেট পরিদর্শনে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য
দিনহাটার বিভিন্ন ড্রপ গেট পরিদর্শনে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। শনিবার রাত ৭.৫০ মিনিট নাগাদ দিনহাটা শহরে প্রবেশের মুখে পাঁচটি ড্রপ গেট পরিদর্শন করেন তিনি। সেখানে জেলা পুলিশ সুপার ছাড়াও মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।