খড়গপুর ১: খড়্গপুরে ছট উপলক্ষে সাউথ সাইড এলাকার জলাশয়ে ব্যাপক ভিড় ভোর থেকেই
খড়্গপুরে চলছে ছট পুজো, খড়্গপুর শহরের সাউথ সাইড এলাকার জলাশয়ে ভোর থেকেই প্রচুর মানুষ এসেছেন ছট উপলক্ষে। আজ মঙ্গলবার ভোর ৫ টা থেকেই দেখা গেলো বৃহৎ সংখ্যায় মানুষ সকালের তর্পনের জন্য হাজির হয়েছেন।