সীতাই: সিতাই সাগরদিঘী গ্রামে ছাগলের সঙ্গে বাইকের ধাক্কায় হাত ভাঙল বাইক আরোহীর
সিতাই সাগরদিঘী গ্রামে ছাগলের সঙ্গে বাইকের ধাক্কায় হাত ভাঙল বাইক আরোহীর। মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিটে এই ঘটনা ঘটে। জানা গেছে ছাগলের সাথে বাইকের ধাক্কা খেয়ে বছর ৩৫ এর যুবক তাজু মিয়া গুরুতর আহত হন। তাজু মিয়ার বাড়ি শীতলকুচি ব্লকের নগর নেপরা গ্রামে। এদিন সে সিতাইয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে আদাবাড়ি ঘাট সংলগ্ন সাগরদিঘী গ্রামে পথ দূর্ঘটনর কবলে পড়ে। এই দুর্ঘটনায় তার বাম হাত ভেঙ্গে যায়। ওই সময় সিতাই থানার ট্রাফিকের দায়িত্বে থাকা দুই সিভিক ভলেন্টিয়ার্স