নবদ্বীপ: গৌরনগর এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী যুবক,আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার করল হাসপাতাল কর্তৃপক্ষ
ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে নবদ্বীপের গৌরনগর এলাকায়,সূত্রের খবর গুরুতর আহত বাইক আরোহী যুবকের নাম সুশান্ত সরকার(১৮)তার বাড়ি স্বরূপগঞ্জ পঞ্চায়েতের নেহেরু নগর কলোনী এলাকায়,সূত্রের খবর শনিবার মধ্য রাতে ওই যুবক বাইক চালিয়ে গৌরনগরের দিকে যাচ্ছিল,সেই সময় হঠাৎ এই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইটের স্তুপে ধাক্কা মারলে রক্তাক্ত অবস্থায় বাইক সহ মাটিতে লুটিয়ে পড়ে যুবক,এরপর আশঙ্কাজনক অবস্থায় ঐ যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।