নবদ্বীপ: শারদীয়া উৎসব উপলক্ষে ফুলবাগান এলাকায় রক্তদান শিবিরের আয়োজন একতা সংঘের,উপস্থিত বিধায়ক সহ অন্যান্য বিশিষ্টজন
Nabadwip, Nadia | Sep 24, 2025 বুধবার নবদ্বীপ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাগান একতা সংঘের পরিচালনায় শারদীয়া উৎসব উপলক্ষে এক মহতী উদ্যোগ রক্তদান শিবিরের আয়োজন করে পুজো কমিটির সদস্যরা,পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে থাকা প্রায় ৩৫০ জন মানুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুজো কমিটির পক্ষ থেকে,এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জলন করে শারদীয়া উৎসব উপলক্ষে রক্তদান শিবিরের সূচনা করেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরী কাক্ষ সাহা,উপস্থিত ছিলেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ অন্যান্য বিশিষ্টজন।