খেজুরি ২: শুভেন্দু অধিকারীর আনুকূল্যে নন্দীগ্রাম BM বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মিড ডে মিলে পেল মাছ,এবং মিষ্টি
পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন নামী প্রাথমিক বিদ্যালয় গুলির মধ্যে নন্দীগ্রাম BM বালিকা প্রাথমিক বিদ্যালয় অন্যতম। বৃহস্পতিবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বিদ্যালয়ের মিড ডে মিল পরিদর্শনে যান। এক সাক্ষাৎকারে শুভেন্দুবাবু রাজ্যের বিদ্যালয় গুলির মিড ডে মিলে দেওয়া খাওয়ারের সমালোচনা করে বলে ছিলেন উত্তর প্রদেশের মিড ডে মিলে আপেল,দুধ,ফলের রস প্রভৃতি থাকে। শুক্রবার তাঁরই আনুকূল্যে ছাত্র ছাত্রীরা বড় মাছএবং বড় রাজভোগ পেয়ে খুশি। ছাত