ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম পুরসভার বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হল MED, তৈরি হবে ৮০টি রাস্তা
ঝাড়গ্রাম পুরসভার ৩৩টি নতুন ও ৪৭টি রাস্তা সংস্কারের জন্য উদ্যোগী হল মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (MED)। জানা গিয়েছে, জুলাই মাসে মন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে ঝাড়গ্রাম পুরসভার কাউন্সিলর ও দলীয় নেতৃত্বদের বৈঠকের মাধ্যমে ৮১ টি রাস্তা তৈরির জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। সেইমতো ৮০টি রাস্তা তৈরীর উদ্যোগ নিল MED । শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকার রাস্তার মাপের কাজ শুরু পুরসভার ইঞ্জিনিয়াররা।