বহরমপুর: মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চার পক্ষ থেকে বহরমপুর সৈয়দাবাদ কুহেলি সংঘের সমাজের কান্ডারী থিম জেলার সেরা ঘোষণা
বিগত প্রায় নয় থেকে দশ বছর ধরে জেলার মানুষকে ইতিহাস নির্ভর থিম উপহার দিয়ে আসছে বহরমপুরের কুহেলি সংঘ। এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি এ বছর তাদের থিম সমাজের কান্ডারী। বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ এর পক্ষ থেকে জেলার সেরা পুজোর তকমা পেয়েছে কুহেলি সংঘ। আর এবার মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চার পক্ষ থেকে জেলার সেরা তকমা দেওয়া হলো এই পুজো কমিটিকে