নবদ্বীপ: কেরল থেকে বাড়ি আসার পথে ওঙ্গল স্টেশনের কাছে মিলল তিওরখালির বাসিন্দা ১ব্যক্তির দেহ,দেহ পেতে থানার দ্বারস্থ পরিবার
তিওরখালির বাসিন্দা মৃত ব্যক্তির নাম নজরুল শেখ (৪৪),পেশায় একজন রংমিস্ত্রি,বাড়িতে রয়েছে স্ত্রী ও ছোট ২ সন্তান,জানা যায় একটু বেশি রোজগারের আশায় কেরলে গিয়েছিলেন পেশায় রংমিস্ত্রি নজরুল শেখ,গত মঙ্গলবার কেরল থেকে ট্রেনে প্রথমে চেন্নাই,এরপর চেন্নাই থেকে হাওড়া উদ্দেশ্যে রওনা দেয় ওই ব্যক্তি,বুধবার শেষ কথা হয়,তারপর নজরুলের ফোন বন্ধ হয়ে যায়,শুক্রবার বিকেলে অন্ধ্রপ্রদেশের ওঙ্গল স্টেশনের জিআরপি মারফত বাড়িতে দুঃসংবাদ আসে,আজ দেহ পেতে থানার দ্বারস্থ হয় পরিবার।