মুরারই ২: পাইকর মা রক্ষা কালী মন্দিরের মা রক্ষা কালী ঠাকুর শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হল পাইকর গ্রামে শিব সাগর পুকুরে
জানাজায় গতকাল ১৫ ই অক্টোবর মঙ্গলবার আনুমানিক রাত্রি দিক থেকে আনুমানিক আজ ১৫ অক্টোবর বুধবার রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত। বীরভূম জেলার মুরারই ২ নম্বর ব্লকের অন্তগত পাইকর 1 অঞ্চলের। পাইকর মা রক্ষাকালী মন্দিরে মা রক্ষা কালী ঠাকুরের বিশেষ পুজোপাঠ সম্পূর্ণ হওয়ার পরে। আজ ১৫ই অক্টোবর বুধবার আনুমানিক ভোরের দিকে।পাইকরে মা রক্ষা কালী মন্দিরের মা রক্ষা কালী ঠাকুর শোভাযাত্রা মাধ্যমে নিরঞ্জন করা হয়েছে পাইকর গ্রামে শিব সাগর পুকুরে।