CAA আবেদন করে মিলল ভারতীয় নাগরিকত্ব। আবেদনের চার মাসের মাথায় হাতে নাগরিকত্ব শংসাপত্র।SIR, শুনানী পর্বর পরিস্থিতিতে নাগরিকত্ব শংসাপত্র পেয়ে স্বস্তির নিশ্বাস পরিবারে। গত ইংরেজী বছরের অক্টোবর মাসে পূর্বস্থলীর কালেখাতলা পঞ্চায়েতের বড়গাছি গ্রামের সবুজ দাস(37),CAA তে ভারতীয় নাগরিকত্বর আবেদন জানায়।সে সহ তার পরিবারের মা,ভাই,স্ত্রীর জন্য আবেদন করে।গত জানুয়ারী মাসে গৃহ মন্ত্রণালয় থেকে সবুজ দাস একটি মেল পায়।তার নাগরিকত্ব শংসাপত্র প্রস্তুত বলে তাতে জানানো হয়।