রানাঘাট ২: বধূ নির্যাতনের অভিযোগে পাঁচপোতা থেকে গ্রেফতার শ্বশুর ও নন্দাইকে জামিনে মুক্তি দিলো রানাঘাট আদালত
বধূ নির্যাতনের অভিযোগে পাঁচপোতা থেকে গ্রেফতার শ্বশুর ও নন্দাইকে জামিনে মুক্তি দিলো রানাঘাট আদালত। সূত্রের খবর, শান্তিপুর থানার পাঁচপোতার বাসিন্দা এক গৃহবধূ শুক্রবার শান্তিপুর থানায় তার শ্বশুর ও শ্বাশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযুক্ত শ্বশুর ও নন্দাইকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ।