চাপড়া: চাপড়ার শিকরা রানাবন্ধ আমরা ক'জনের পরিচালনায় নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল নেতৃত্ব
Chapra, Nadia | Oct 29, 2025 চাপড়ার শিকরা রানাবন্ধ আমরা ক'জনের পরিচালনায় নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল নেতৃত্ব, আজ নদীয়ার চাপড়ার শিকরা রানাবন্ধ আমরা ক'জনের পরিচালনায় এক নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয় আর আজ ছিলো তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আর আজ দুপুর ২ টো নাগাদ এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় আর আজ আজকের এই অনুষ্ঠানে তৃণমূলের আঞ্চলিক বলিষ্ঠ নেতৃত্ব উপস্থিত হন এছাড়াও এলাকার বাসিন্দারা এই নৌকা বাইচ দেখতে ভীড় জমান আর আজ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।