পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি-৩পঞ্চায়েত সমিতির অন্তর্গত দুরমুঠ দেশপ্রান কলেজে নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ GBর সভাপতি তথা রাজ্যের প্রাপ্তন মন্ত্রী জ্যোতির্ময় কর,এছাড়াও বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি, সুবিকাশ জানা প্রিন্সিপাল দেশপ্রান কলেজ,সুবীর সামন্ত অধ্যাপক দেশপ্রান কলেজ,গৌরি শঙ্কর মিশ্র বিশিষ্ট সমাজসেবী,রামকৃষ্ণ প্রামাণিক বিশিষ্ট সমাজসেবী ও অন্যান্য কর্মকর্তা।