ভাতার ২২ বিঘা এলাকায় অগ্রহায়ণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বিধায়ক। মেলার আজ শেষ দিন অর্থাৎ বুধবার ৫:৩০ মিনিটে মেলায় ভিড় লক্ষ্য করা গেল। ভাতার বাইস বিঘা সংলগ্ন এলাকায় প্রতিবছরের ন্যায় এবছর হচ্ছে অগ্রহায়ণ মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী গত এক সপ্তাহ আগে। মেলায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মেলা কমিটি।