ডেবরা: ডেবরা অডিটোরিয়াম হলে বি এল ও দের নিয়ে বৈঠকে বিডিও-জয়েন্ট বিডিও
সোমবার দুপুর ১২ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের ডেবরা অডিটোরিয়াম হলে ডেবরা ব্লক এর অন্তর্গত বি এল ও দের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির করলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী। সঙ্গে ছিলেন জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস এবং নির্বাচন কমিশনের আধিকারিক। এদিন একাধিক বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয় বি এল ও দের।