তেহট্ট ১: বেতাই দক্ষিণ জিৎপুর কলোনীতে ছেলে কুড়ুল দিয়ে কোপ দিল মাকে এলাকায় ছড়াল চাঞ্চল্য।
বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক ৩ টের সময় বেতাই দক্ষিন জিৎপূর কলোনীর বাসিন্দা ফেলা দাস,তার মা অর্চনা দাসকে কড়ুল দিয়ে কোপ দেয়,এর পরে ফেলা দাস নিজে এসে বেতাই অবস্থিত তেহট্ট হাইওয়ে ট্রাফিক গার্ডের অফিসে আত্ম সমর্পন করে এবং তাকে তেহট্ট থানার পুলিশ তাকে ধরে ধরে নিয়ে যায়। অন্য দিকে আহত মা অর্চনা দাস কে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে এবং তার পরে তাকে রেফার করা হয নদীয়া জেলা হাসপাতাল , বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটের সময় সেই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়