রায়গঞ্জ: পুজোর লাস্ট ল্যাপেও সিঁদুর খেলা ও ধুনচী নাচে যেনো আনন্দকে চেটেপুটে নিলেন রায়গঞ্জের অনুশীলনী ক্লাবের সদস্যরা
পুজোর লাস্ট ল্যাপেও সিঁদুর খেলা ও ধুনচী নাচে যেনো আনন্দকে চেটেপুটে নিলেন রায়গঞ্জের অনুশীলনী ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার বিকালে মন্ডপে দেখা গেলো মা কে বরণ করে বিদায় জানাবার পাশাপাশি সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। পাশাপাশি ঢাকের তালে যেমন ধুনচী নিয়ে নাচলেন বিভিন্ন বয়সের মহিলারা তেমনি নাচনেল বিভিন্ন বয়সের পুরুষরাও৷ বিদায় বেলাতেও মায়ের সামনের বছর আসার আনন্দে মাতলেন সকলে।