গোসাবা: কচুখালীর বুধবারের বাজারে,৭৪নং বুথের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো
কচুখালীর বুধবারের বাজারে,৭৪নং বুথের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কচুখালী GPর বুধবারের বাজারে ৭৪নং বুথের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা।এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গোসাবা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস মন্ডল,কচুখালী GP প্রধান স্বর্ণময়ী মিস্ত্রি সরকার, অঞ্চল সভাপতি দিবাকর মিস্ত্রি সহ GP র সদস্যরা।