হরিহরপাড়া: আজকের দিনে হরিহরপাড়ায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল সাত জন। ঐতিহাসিক ২রা নভেম্বর স্মরণে নাগরিক কল্যাণ পরিষদ
আজকের দিনে হরিহরপাড়ায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল সাত জন। ঐতিহাসিক ২রা নভেম্বর স্মরণে হরিহরপাড়ায় সপ্ত শহীদ দিবস পালন।  ১৯৯২ সালের ২রা নভেম্বর আইন অমান্য আন্দোলনে —মুর্শিদাবাদের হরিহরপাড়ার ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। সেদিন হরিহরপাড়া ব্লক অফিসের সামনে আন্দোলনে নামা সাতজন নিরীহ মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারান, আহত হন আরও ছয়জন। সেই আত্মবলিদানকে স্মরণ করেই আজও ২রা নভেম্বর পালন করা হয় সপ্ত শহীদ দিবস।  রবিবার হরিহরপাড়ার নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগ