শীতলকুচি: বৃষ্টি ভেজা বিকেলের শীতলকুচি বাজার যেন অন্য রঙে সাজানো
মঙ্গলবার সারাদিন ধরে ঝিরঝিরে বৃষ্টি থাকলেও বিশ্বকর্মা ঠাকুরের টানে থেমে থাকেনি সাধারণ মানুষের আনাগোনা। রাত পোহালেই বিশ্বকর্মা পূজা, আর সেই পূজার আগের দিনেই বাজারজুড়ে ভিজে মাটির গন্ধ, ছাতার ফাঁক গলে ক্রেতাদের চোখে আনন্দের ঝিলিক।আকাশের গুমোট আবহাওয়াও হার মানিয়েছে ঠাকুর কেনার উচ্ছ্বাসকে। এক হাতে ছাতা, অন্য হাতে ঠাকুরের প্রতিমা – এমন দৃশ্যে দেখা গেছে শীতলকুচি বাজার জুড়ে।