দিনহাটা ১: দিনহাটা ৭ নম্বর বিধানসভায় চলমান SIR এ, অসাধারণ পারফরমেন্সে দুই BLO কে সংবর্ধনা SDO-র
দিনহাটা ৭ নম্বর বিধানসভায় চলমান SIR এ, অসাধারণ পারফরমেন্সে দুই BLO কে সংবর্ধনা SDO-র। বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিট নাগাদ দিনহাটার ভারপ্রাপ্ত মহকুমা শাসক বিজয়গিরি দুই BLO কে সংবর্ধিত করেন। সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। জানা গেছে দিনহাটা ৭নং বিধানসভার ৭/১৫ পার্ট এর অম্বিকা চরণ রায় এবং ৭/৩৬ নং পার্ট এর রমেন্দ্র নাথ বর্মন দুজনেই সংবর্ধিত হয়।