ডেবরা: মাড়তলা প্রিমিয়ার লিগের ফাইন্যালে বিধায়ক হুমায়ুন কবীর
গত তিন দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের মাড়তলা হাইস্কুল মাঠে মাড়তলা আমরা কজনের পরিচালনায় তিন দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছিল। নাম দেওয়া হয়েছিল মাড়তলা প্রিমিয়ার লিগ-২০২৫। রবিবার বিকেলে এই লিগের ফাইন্যালে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন আই পি এস হুমায়ুন কবীর।সঙ্গে ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া। জয়ী এবং বিজীতদের পুরস্কার তুলে দেন অতিথিরা।