রায়গঞ্জ: শারদোৎসবের পরেই দীপাবলির আমেজ দেবীনগরের ‘আমরা ক জন’ ক্লাবের কালীপুজোর উদ্বোধনে সভাধিপতি, SDO সহ বিশিষ্টরা
শারদোৎসব শেষ হতেই রায়গঞ্জে শুরু হলো দীপাবলির উৎসবের আমেজ। শনিবার রাতে দেবীনগরের “আমরা ক জন” ক্লাবের ৩৮তম বর্ষের কালীপুজোর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি পম্পা পাল, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, রায়গঞ্জ মহকুমা শাসক মাইতি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস, ওয়ার্ড কো-অর্ডিনেটর অসীম অধিকারী সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। এ বছর ক্লাবের থিম ১৯৭১ সালের চলচিত্র অবলম্বনে তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।