বোলপুর-শ্রীনিকেতন: দ্বিতীয়বারের নোটিশ এড়িয়ে গেলেন অনুব্রত, SDPO অফিসে এলেন অনুব্রতর আইনজীবী ও তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবব্রত সরকার
দ্বিতীয়বারের নোটিশ এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। কার্যত গড়হাজির থাকলেন তার জায়গায় এলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য এবং তৃণমূল নেতা দেবব্রত সরকার ওরফে গগন সরকার, এবং তিনি জানান অনুব্রত মন্ডল অসুস্থ, এবং এই ভয়েস বা অডিও AI দিয়ে তৈরি করা হয়েছে অনুব্রত মণ্ডলের নয় ।