বর্ধমান ১: খণ্ডঘোষ থানার উখরিদ এলাকায় তেঁতুল গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার
মৃতার নাম ভারতী মেটে (৪৫) তার বাড়ি খণ্ডঘোষ থানার উখরিদ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে,সোমবার দুপুরে জ্বালানি আনতে এলাকার একটি তেঁতুল গাছে ওঠেন ভারতী মেটে,এরপর সেখান থেকে হঠাৎই পড়ে যান তিনি। গুরুতর আহত হন, স্থানীয়রা তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতে তার মৃত্যু হয়।