বালি-জগাছা: sir ফর্ম নিয়ে প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও শান্তিপূর্ণভাবেই চলছে ফ্রম বিলি করার কাজ হাঁসখালিপোল শান্তিনগর
এস আই আর এর ফর্ম নিয়ে প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছেন বি এল ও। যদি কোনো বাড়িতে বাড়ির লোককে না পায় তা হলে বিএলও তিনবার সেই বাড়িতে যাবেন। আর তাতেও যদি কাউকে না পান তাহলে বাড়ির দেওয়ালে এসআইআর ফর্মগুলো সেঁটে দিয়ে আসবেন। হাওড়ার আন্দুল রোডে শান্তি নগরে এসআইআর ফর্ম বিলি করতে এসে একথা জানালেন বিএলও 192 বুথের। এদিন বিএলও-র সাথে ছিলেন bla রাও শান্তিপূর্ণভাবে চলছে ফরম বিলি করার কাজ।