জলপাইগুড়ি: উত্তরে লাগাতার বৃষ্টি, নদীগুলিতে লাল সতর্কতা জারি, তিস্তার সংরক্ষিত এলাকাতেও প্রথমবারের মত লাল সংকেত জারি
উত্তরে লাগাতার বৃষ্টি, নদীগুলিতে লাল সতর্কতা জারি। উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে বৃষ্টিপাত অব্যাহত। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। এর ফলে তিস্তা ও জলঢাকা সহ একাধিক নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিপদসীমা ছুঁইছুঁই পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি, এনএইচ-৩১ জলঢাকা নদীর উপরে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা এ