রানিবাঁধ: অষ্টমীর রাতে খাতড়া বাজারে দর্শনার্থীদের ঢল, জমজমাট প্রত্যেকটি পুজো মণ্ডপ
অষ্টমীর রাতে দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ল খাতড়া বাজারের বিভিন্ন পূজোমণ্ডপ। কংসাবতী কলোনি দুর্গোৎসব, বিদ্যাসাগর পল্লী দুর্গোৎসব, সুভাষপল্লী দুর্গোৎসব, রাজাপাড়া মোড় দুর্গোৎসবসহ একাধিক মণ্ডপে ছিল উপচে পড়া জনসমাগম। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকেও হাজার হাজার মানুষ সন্ধ্যা থেকেই ভিড় জমাতে শুরু করেন খাতড়া শহরের মণ্ডপগুলিতে। রাত দশটা পেরিয়েও ভিড় কমেনি একটুও। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজোমণ্ডপে ছিল কড়া পুলিশি নজরদারি।